বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি হন চুমকি। অস্ত্রোপচারের পর কন্যা সন্তানের জন্ম দেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ জানুয়ারি ২০২৪: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মহকুমা হাসপাতালে। গত ২৯ ডিসেম্বর চিকিৎসার গাফিলতিতে বছর ১৯-র প্রসূতি সানি তুরির মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। শুক্রবার সকালে ফের এক প্রসূতির মৃত্যুকে ঘিরে ক্ষোভ ছড়ায় হাসপাতালে।
মৃত প্রসূতির নাম চুমকি বাউড়ি (২৭)। দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নাগার্জুন রোড এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি হন চুমকি। অস্ত্রোপচারের পর কন্যা সন্তানের জন্ম দেন। চুমকির স্বামী বাবু বাউড়ির অভিযোগ, সন্তান ভালো আছে জানানো হলেও চুমকি কেমন আছে তা হাসপাতালে তরফ থেকে জানানো হয়নি। শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ মারফত তাঁকে জানান, তাঁর স্ত্রী মারা গিয়েছেন।
এরপরেই মহকুমা হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজনেরা। পুলিশি তৎপরতায় পরিস্থিতি আয়ত্বে আসে। এরপর দেহ নিয়ে গিয়ে নাগার্জুন বস্তিতে বিক্ষোভ শুরু করে দেন এলাকাবাসী। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
কী কারণে মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানাননি। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট না হচ্ছে ততক্ষণ তাঁরা বিক্ষোভ দেখাবেন। যদিও হাসপাতালে সুপার চিকিৎসক ধীমান মন্ডল জানান, চিকিৎসকদের দল গঠন করে অভিযোগের তদন্ত করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।