
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জানুয়ারি ২০২৪: সোমবার সাতসকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পান্ডবেশ্বরের ডিভিসি কলোনি এলাকায় নর্দমা থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, নর্দমার মধ্যে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, মৃতের নাম সুরজ সোনি। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি বিহারের মতিহারি জেলার খাজুরিয়া এলাকায়।
মৃত ব্যক্তি খনিতে কাজ করতেন। তিনি পান্ডবেশ্বরে মহালক্ষ্মী প্যাচে ড্রোজার অপারেটরের কাজে নিযুক্ত ছিলেন। কীভাবে পাড়ার মধ্যে ওই নর্দমায় দেহ উদ্ধার হল তা নিয়ে এলাকায় চর্চা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা তা খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টেই তা পরিস্কার হবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।