
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জানুয়ারি ২০২৪: রবিবার ভর সন্ধ্যেয় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড়ে ব্রাউন সুগার সমেত দুজনকে আটক করল পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে কোক ওভেন থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৫ গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে একটি গাড়ি করে ওই দুজন দুর্গাপুরে ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল তাদের পুরনো কাস্টমারকে। পুলিশের কাছে আগাম খবর ছিল। পুলিশ ঘিরে ফেলে এলাকা। ১৯ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে গাড়ি আসতেই গাড়ি সমেত দু’জনকে আটক করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যদিও ধৃতদের দাবি, তারা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত নয়। ব্যক্তিগত দরকারে তারা একজনের কাছ থেকে ব্রাউন সুগার নিয়েছিল। সোমবার ধৃতদের হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।