ব্রেকিং: ছাত্র মৃত্যুর বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন এনআইটির ডিরেক্টর

দুর্গাপুর, ২৯ এপ্রিল ২০২৪: রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) হস্টেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার সহপাঠীরা। চিকিৎসক ও ডিরেক্টরের চরম গাফিলতিতেই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে দাবি করে ডিরেক্টরকে ঘিরে তুমুল বিক্ষোভ হয় পড়ুয়াদের। শেষ পর্যন্ত রাতে ইস্তফা দেন ডিরেক্টর অরবিন্দ চৌবে।

জানা গিয়েছে মৃত ছাত্রের নাম অর্পণ ঘোষ (২২)। বাড়ি  হুগলিতে। সকালে অর্পণ পরীক্ষা দিতে যায়। মাঝপথে হস্টেলে ফেরে। তৃতীয় বর্ষের ছাত্রী ডোনা রায় জানান, দুপুরে অর্পণের সহপাঠীরা হস্টেলে গিয়ে অর্পণকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ক্যাম্পাসের মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অর্পণের অবস্থা আশঙ্কাজনক দেখেও চিকিৎসক চিকিৎসা না করে তার আইকার্ড দেখতে চান। আইকার্ড আনতে দেরি হয়। তখন চিকিৎসক জানান, বাইরের হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স না থাকায় অর্পণকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )

কর্তৃপক্ষের গাফিলতিতেই অর্পণের মৃত্যু হয়েছে বলে দাবি পড়ুয়াদের। এরপরই শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা ছড়ায় এনআইটি চত্বরে। ডিরেক্টরকে হেনস্থা করা হয়। রাত প্রায় ১০ টা পর্যন্ত এমন পরিস্থিতি চলে। ডিরেক্টর জানান, ওই পড়ুয়ার মৃত্যুতে তাঁরা শোকাহত। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হবে। কিন্তু পড়ুয়ারা বিক্ষোভ চালাতে থাকে। শেষ পর্যন্ত ডিরেক্টর পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে চিঠি লেখেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt