দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ জানুয়ারি ২০২৪: শুক্রতে বৈদিক রীতি মেনে প্রতিষ্ঠা হয়েছে রামের মূর্তি। সোমে রামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যার রামলালার মন্দিরে। শঙ্খ ও উলুধ্বনি এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাড়ি থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার আহ্বান জানালেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
শনিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার রাঢ়েশ্বর শিব মন্দিরে ঝাঁটা হাতে সাফাই অভিযানে যোগ দেন সাংসদ। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মন্দির সাফাইয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। তিনিও এই মন্দির সাফাই কর্মসূচিতে সামিল হলেন এবং পুজো দিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।