দুর্গাপুর দর্পণ, নদিয়া, ৭ নভেম্বর ২০২৩: শাড়ি সেলাই করে পরার আগে নাকি একটা কোণ আগুন দিয়ে সামান্য পুড়িয়ে নিতে হয়! এমন ভয়াবহ কুসংস্কারের বলি হলেন নদিয়া জেলার (Nadia) শান্তিপুরের কাশ্যপ পাড়া এলাকার এক মহিলা। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কাজলরানি দাস। বয়স আনুমানিক ৫৯ বছর।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ওই মহিলা তাঁর নতুন শাড়ি সেলাই করতে বসেন। কাজ শেষ হলে একটা কোণ সামান্য আগুনে পুড়িয়ে নিতে যেতেই পুরো শাড়িতে আগুন ধরে যায়। ঘরে ফ্যান চলছিল। হাওয়ায় সেই শাড়ি মহিলার গায়ে জড়িয়ে যায়। শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়।
তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। রবিবার রাতে তিনি মারা যান। সোমবার দেহ শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।