দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৫ ডিসেম্বর ২০২৩: প্রায় দু’বছর আগে কোভিডে স্বামীকে হারিয়েছেন। সন্তান ধারণের সমস্যার জন্য তার আগে দীর্ঘদিন ধরে ‘ইন ভিট্রো ফার্টিলাইজ়েশন’ (আইভিএফ) পদ্ধতি প্রয়োগের চেষ্টা চলছিল। সেজন্য মৃত স্বামীর শুক্রাণু সংরক্ষণ করে রাখা ছিল কলকাতার একটি ল্যাবে। সেই শুক্রাণু ব্যবহার করেই এতদিনে মা হলেন বীরভূমের (Birbhum) এক মহিলা।
গত ১১ ডিসেম্বর রাতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ৪৮ বছর বয়সে মা হয়েছেন মুরারইয়ের ওই মহিলা। বাপের বাড়ি নৈহাটি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির কেউ খোঁজ নেননি। মহিলা একটি দোকান চালান। সেই দোকানের কর্মী ও তাঁর মা দেখভাল করছেন সবটা। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করবী বড়াল বলেন, ‘‘ওঁর পাশে পরিবারের কেউ নেই। ওঁর লড়াইকে কুর্নিশ জানাই। সন্তানকে বড় করতে আগামী দিনেও কঠিন লড়াই চালাতে হবে।’’