![one wheeler bike](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/10/one-wheeler-bike.jpeg?fit=439%2C725&ssl=1)
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৩: গুজরাটের (Gujarat) সুরাট শহরের রাস্তায় দেখা গেল এক চাকার মোটরবাইক (Motorcycle)! একটিমাত্র চাকার ব্যালেন্সে চলছে বাইক। যে দেখছে, সেই কার্যত হাঁ হয়ে যাচ্ছে। সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সেই স্পেশাল বাইক। যন্ত্রচালিত বাইক। কিন্তু একটি মাত্র বিশাল সরু চাকা। আরোহীর পা থেকে মাথা পর্যন্ত গোলাকারে ঘিরে রয়েছে সেই চাকা। দেখুন সেই ভিডিও।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now