দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৩: টাকি হাউস গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস প্রাথমিক স্কুলের খুদেরা আকর্ষণীয় দেওয়াল পত্রিকা প্রকাশ করেছে। তাদের লেখায়, ছবিতে ফুটে উঠেছে আসন্ন শারদীয় উৎসবের নানা আমেজ। কেউ লিখেছে পুজোয় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা, কেউ লিখেছে ছড়া, কেউ এঁকেছে নদীর তীরে মা দুর্গার বিসর্জনের ছবি। প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানান, পড়াশোনার পাশাপাশি খুদেদের সুপ্ত প্রতিভা বিকাশে এই ধরণের দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়ে থাকে। সেখানে ওরা মন খুলে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

খুদেদের দেওয়াল পত্রিকায় শারদীয়ার আমেজ
- Post published:October 13, 2023
- Post category:রাজ্য