September 29, 2023

বাঁকা নদী মজে যাওয়ায় জলের তলায় বর্ধমান!

দুর্গাপুর দর্পণ, বর্ধমান , ৪ আগস্ট ২০২৩: সামান্য বৃষ্টিতেই জলের তলায় বর্ধমান শহরের একাংশ। অন্যদিকে বাঁকা নদী মজে যাওয়ায় ফুলে ফেঁপে উঠেছে। অভিযোগ, বেহাল নিকাশির কারণেই শহরের জল থৈ থৈ দশা। জল জমে থাকছে এলাকায়। পুরসভার কাজে বিরক্ত শহরবাসী।

জানা গিয়েছে, সেচের জন্য জল ছেড়েছে ডিভিসি। বাঁকা নদী দীর্ঘদিন সাফাই না হওয়ায় বিভিন্ন জায়গায় মজে গেছে। ফলে জল ধারণের ক্ষমতা হারিয়েছে। সেচের জল ও বৃষ্টির জল বাঁকা নদীতে পড়তেই ভেসে যাচ্ছে আশেপাশের এলাকা। ফলে, বর্ধমান শহরের ১৯ নম্বর ওয়ার্ডের সাহাচেতনের বালির বাগান ও ডাঙা পাড়া জলমগ্ন। ভেসে গেছে স্কুল চত্বর। এক হাঁটু জল ঘরের ভিতরে। চরম সমস্যায় বাসিন্দারা। বাঁকা সংস্কারের দাবি তুলেছে বর্ধমান শহরের বাসিন্দারা।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: