September 29, 2023

ফের বিতর্কের মুখে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল!

দুর্গাপুর দর্পণ, বর্ধমান , ৪ আগস্ট ২০২৩: গাড়ি থেকে নেমে টোলপ্লাজার কর্মীকে মারধর শুরু করেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় টোল প্লাজায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা থেকে মঙ্গলকোটের একটি সরকারি অনুষ্ঠানে যাচ্ছিলেন সুনীল মণ্ডল। পালশিট টোল পেরিয়ে যাওয়ার সময়ে কর্তব্যরত টোল কর্মী উজ্জ্বল সিং সর্দার নিয়ম মেনেই গাড়ি আটকান। একটি লাল ফাইবারের স্ট্যান্ড লাগিয়ে দেন গাড়ির সামনে। সাংসদ সুনীল মণ্ডল গাড়ির পিছনের সিট থেকে নেমে এসে টোলপ্লাজার ওই কর্মীর মুখে মারেন। গলাও টিপে ধরেন বলে অভিযোগ। পুরো ঘটনা টোল প্লাজার সিসি অ্যামেরায় রেকর্ড হয়ে যায়। যদিও সাংসদ বিষয়টি অস্বীকার করেছেন।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: