September 29, 2023

বাসন চকচকে করতে বাড়িতেই খুব সহজে বানান পিতাম্বরী পাউডার

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ আগস্ট ২০২৩: পিতল, তামা, স্টিল, কাঁসা যে কোনও বাসন চকচকে করতে হলে পীতাম্বরী পাউডারের জুড়ি মেলা ভার। তবে বাজার থেকে না কিনে বাড়িতেই সহজে বানিয়ে ফেলা যায় পীতাম্বরী মিশ্রণ। সেজন্য যা লাগবে তা হল:
১.লেবুর রস বা তেঁতুল গোলা জল একবাটি
২. গমের আটা ১ চামচ
৩. নুন ১ চামচ
৪. বাসন মাজা সাবান/ লিকুইড অথবা কাপড় কাচা সার্ফ হাফ চামচ

এই উপকরণগুলি বড় একটি পাত্রে ভালো করে গুলে নিন। এরপর স্কর্চ বাইট দিয়ে মেজে নিন আপনার সমস্ত বাসন। দেখুন ঠিক নতুনের মতো চকচকে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: