দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ আগস্ট ২০২৩: মঙ্গলের (Mars) ঘোরার গতি হঠাৎ বেড়ে গিয়েছে। মঙ্গলে থাকা নাসার (NASA) ইনসাইট ল্যান্ডার খবর পাঠিয়েছে, মঙ্গলের ঘুর্ণন আচমকা আগের থেকে বেড়ে গিয়েছে। আগের থেকে দ্রুত নিজের অক্ষের চারদিকে ঘুরছে। ইনসাইটের রোটেশন অ্যান্ড ইন্টিরিয়র স্ট্রাকচার এক্সপেরিমেন্ট (RISE) যন্ত্রে তা ধরা পড়েছে।
নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির বিজ্ঞানী অ্যাট্টিলিও রিভলদিনি জানিয়েছেন, মঙ্গলের আবহাওয়া খামখেয়ালি। মঙ্গলে কখনও ধুলোর ঝড় ওঠে। কখনও ভূমিকম্প হয়। আবার, কখনও বরফ পড়ে মঙ্গলে। মঙ্গলের কোর অংশ অর্থাৎ ভিতরটা ঠিক কী দিয়ে গড়ে তা এখনও স্পষ্ট জানা যায়নি। কেন আচমকা ঘুর্ণনের গতি বেড়ে গিয়েছে, তার খোঁজ করার চেষ্টা করছেন নাসার বিজ্ঞানীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।