
বিপত্তির শুরু সেভাবেই। সঙ্গে সঙ্গে প্রবল গতিতে ফোয়ারার মতো জল বের হতে থাকে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ ডিসেম্বর ২০২৩: মাটির নিচের জলের পাইপ ফেটে ফোয়ারা! চারিদিকে ছিটকে পড়ছে ইট-পাথর। শনিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পুরসভা মোড়ের ঘটনা। মাটির নিচে পুরসভার জলের পাইপ ফেটে প্রায় ৩০ ফুট উচ্চতা পর্যন্ত প্রবল বেগে বেরোচ্ছে জল।
জানা গিয়েছে, শনিবার সকালে পুরসভার বর্জ্য সংগ্রহকারী একটি গাড়ি পুরসভা মোড় সংলগ্ন পুরসভার পার্কিংয়ের ভেতর থেকে বেরোচ্ছিল। সেই গাড়ির চাপে আচমকা মাটির নিচে থাকা পাইপ ফেটে যায়। বিপত্তির শুরু সেভাবেই। সঙ্গে সঙ্গে প্রবল গতিতে ফোয়ারার মতো জল বের হতে থাকে।
স্থানীয়রা পুরসভার জল দফতরে খবর দেন। আসেন জল দফতরের আধিকারিক ও কর্মীরা। জল সরবরাহ বন্ধ করে শুরু হয় মেরামতির কাজ। জল দফতরের কর্মী রাজীব দাস জানান, গাড়ির চাপে সেখানে থাকা দুই পাইপের সংযুক্তিকরণের জন্য থাকা এয়ার ভালভ ফেটে যায়। মেরামতির জন্য জলাধার থেকে জল সরবরাহ বন্ধ করা হয়েছে। এর ফলে সন্ধ্যা পর্যন্ত কমলপুর, সেপকো এবং এমএএমসি বি-ওয়ান এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।