দুর্গাপুর: ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুতি বৈঠক হল দুর্গাপুরে। বুধবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে এই বৈঠক হয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, দানার প্রভাব পশ্চিম বর্ধমান জেলায় সেভাবে পড়ার সম্ভাবনা নেই। তবু সব বিভাগ ও দফতরকে নিয়ে এদিন প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, দুর্যোগ মোকাবিলায় সব বিভাগের মধ্যে সমন্বয় ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই বৈঠকের আয়োজন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসকমন্ডলীর বাকি সদস্যরা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন সরকারি দফতর, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, ডিএসপি, ডিভিসি সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।