দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ আগস্ট ২০২৪: আর জি করের ভয়াবহ ঘটনার পরে বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। নেওয়া হয়েছে ব্যবস্থাও। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার কাজ শুরু হয়েছে। যদিও এই উদ্যোগ আর জি করের ঘটনার অনেক আগে থেকেই শুরু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের স্বচ্ছ্বতা ও নিরাপত্তা, দুটি বিষয় সুনিশ্চিত করতে এগিয়ে এসেছে মোট তিনটি বেসরকারি হাসপাতাল। পরিছন্নতার বিষয়টি দেখবে দুটি হাসপাতাল। অন্যদিকে নিরাপত্তার দায়িত্ব থাকছে একটি বেসরকারি হাসপাতালের ঘাড়ে। তিনটি সুপার স্পেশালিটি হাসপাতালের কর্ণধারদের নিয়ে রবিবার হাসপাতালে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিষেবার উন্নয়নে আমরা সদা সচেষ্ট। হাসপাতাল চত্বরে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করবে কাঁকসার মলানদিঘীর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। অন্যদিকে, হাসপাতালের ভেতরের পরিচ্ছন্নতার বিষয়টি দেখবে দুর্গাপুরের দুটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। আগের তুলনায় পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে। রোগীর সংখ্যা অনেক বেড়েছে মহকুমা হাসপাতালে। তাই পরিষেবার উন্নয়নের দিকেও খেয়াল রাখা হচ্ছে।”
পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা দুটি হাসপাতালের একটি হল মিশন হাসপাতাল। হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু জানান, সামাজিক দায়বদ্ধতার মানসিকতা নিয়ে তাঁরা এগিয়ে এসেছেন। হাসপাতালের নিজস্ব প্রশিক্ষিত কর্মীরা এসে মহকুমা হাসপাতালের স্বচ্ছতার দিকটি নিশ্চিত করবেন। মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, “নিরাপত্তা নিয়ে আমরা সব সময় সতর্ক থাাকি। তবে আমরা মনে করি, আমাদের রোগীরাই আমাদের নিরাপত্তা। হাসপাতালে সিসি ক্যামেরা রয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলির কাছে প্রস্তাব রাখা হয়েছিল। তাঁরা এগিয়ে এসেছেন।”
হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, “দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভোল বদলের জন্য আমরা নানা চেষ্টা করেযাচ্ছি। হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার উপর জোর দিতে দুটি সুপার স্পেশালিটি এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালের কাছে আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনে সাড়া দিয়েছেন উনারা। আমরা আশাবাদী, দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিষেবা আরও উন্নত হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RG Kar