দুর্গাপুর দর্পণ,পূর্বস্থলী, ১১ সেপ্টেম্বর ২০২৩: দু’জোড়া মোষ নিয়ে চরম বিপাকে পূর্বস্থলীর(Purba Bardhman) ধারাপাড়ার ভারতী সঙ্ঘ ক্লাবের সদস্যেরা। মালিক বেপাত্তা হওয়ায় মহিষমর্দিনী মন্দিরের সামনেই ঠাঁই হয়েছে মোষেদের। তাদের খাওয়া দাওয়া রক্ষণাবেক্ষণে ব্যস্ত ক্লাবের ছেলেরা। মোষেদের মালিকের খোঁজে সোশ্যাল মিডিয়াতে বিরাট ‘পোস্ট’ করেছেন ক্লাবের সদস্যরা।
জানা গিয়েছে, দিন পাঁচেক আগে চারটি মোষকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। কয়েকজন তাদের সরিয়ে নিয়ে যেতে চাইছিল। তাদের জিজ্ঞাসা করে জানা যায়, মোষ গুলি তাদের নয়। মোষ জোড়াকে উদ্ধার করে মহিষমর্দিনী মন্দিরের সামনে রাখে সদস্যেরা। চারদিন পরেও মালিকের খোঁজ না মেলায় সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ক্লাব। পূর্বস্থলী উত্তরের বিধায়ক বলেন, ‘‘মোষ চারটির দাম অন্তত চার লক্ষ টাকা। ওদের মালিকের যাতে খোঁজ পাওয়া যায়, সে জন্য পূর্বস্থলী থানাকে আশপাশের অন্য থানায় জানাতে বলা হয়েছে।”