![IMG-20240201-WA0103](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/02/IMG-20240201-WA0103.jpg?fit=1024%2C561&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট থেকে বালি তুলে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে ভারী ভারী ট্রাক। এর জেরে রাস্তা বেহাল হয়ে পড়ছে। ক্ষতি হচ্ছে ঘরবাড়ির। এমনই অভিযোগ বাঁকুড়ার (Bankura) বড়জোড়া থানার সীতারামপুর মানাচর এলাকার বাসিন্দাদের।
গ্রামবাসীদের দাবি, প্রশাসনকে জানিয়ে হিতে বিপরীত হয়েছে। উল্টে পুলিশ এসে তাদের উপর অত্যাচার করছে। বালির গাড়ি আটকে প্রতিবাদ করার জন্য চার জনকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যর স্বামীও রয়েছেন। প্রতিবাদে আজ সকাল থেকে ট্রাক আটকে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা।
WhatsApp Group
Join Now