দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৫ ডিসেম্বর ২০২৩: রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ‘ডবল’ নিয়ে চর্চার শেষ নেই। সত্যিই কি ডবল রয়েছে? মাঝে মাঝে তাঁর অবর্তমানে কি তাঁর ডবল টিভিতে মুখ দেখায়? সেই রহস্যের কিনারা কেউ করতে পারেনি। তবে সম্প্রতি যা হল তাতে পুতিনের হুঁবহু নকল সামনে চলে এল। তাও আসল পুতিনের সামনেই!
what’s scarier than one putin?
two putins.student from st petersburg university asked him about the rise of ai….as a deepfake…in his end of the year press conferencepic.twitter.com/FZiwRH2teB
— ian bremmer (@ianbremmer) December 14, 2023
ব্যাপারটা কী? একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্টকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে তাঁর মতামত জানতে চাইলেন অবিকল তাঁর মতন দেখতে, তাঁর মতোই গলা, এমন একজন। প্রেসিডেন্ট নিজের এমন নকল দেখে কিছুটা তাজ্জব হয়ে যান। নিজেকে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পরিচয় দিয়ে পুতিনকে সে প্রশ্ন করে, ‘আমি জানতে চাই, আপনার কি সত্য়িই বহু ‘ডবল’ রয়েছে?’
জবাবে পুতিন বলে ওঠেন, ‘আমি দেখতে পাচ্ছি আপনি আমার মতোই দেখতে, আমার মতোই কথা বলছেন। কিন্তু আমি জানি, আমার মতো দেখতে এবং কণ্ঠস্বরের একজন ব্যক্তিই রয়েছেন। আর ‘তিনি’ হলেন আমিই।’ সেই বিশেষ দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!