দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ মে ২০২৩: স্মার্ট ফোন প্রেমীদের জন্য সুখবর। স্মার্টফোন দেখতে দেখতে যাতে নির্বিঘ্নে রাস্তা দিয়ে হাঁটা যায় সেজন্য আলাদা লেন তৈরি করছে চীন (China)। বিশ্বে প্রথম কোন দেশ মোবাইল আসক্তদের জন্য এমন ভাবনা ভেবেছে। ইতিপূর্বে সাইকেল আরোহীদের জন্য আলাদা রাস্তা তৈরি প্রকল্প হয়েছে বিভিন্ন দেশে।
কিন্তু স্মার্টফোন আসক্তদের জন্য পৃথক রাস্তা করার ভাবনা চীনে প্রথম। অনেকেই রাস্তায় চলতে চলতে একনাগাড়ে স্মার্টফোন দেখেন। ফলে হোঁচট খাওয়া থেকে শুরু করে বড় দুর্ঘটনা প্রায় ঘটে। তা এড়াতে চীনের অভিনব পদক্ষেপ। চীনের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র জিয়ান শহর। সেখানে ইতিমধ্যেই এই লেন চালু হয়েছে।
WhatsApp Group
Join Now