সনাতন গড়াই, দুর্গাপুর: ব্রাহ্মণ নয়, অন্ডালের উখড়া পাঠকপাড়ার এই পুজো করেন শূদ্ররা! মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যিতে পুকুর থেকে কলাবউ স্নান করিয়ে আনা হল। তারপরেই শুরু হল দেবী যোগমায়ার পুজো। প্রতিবছর দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে পেটের তাগিদে ছৌ শিল্পীরা অনুষ্ঠান করে বেরান। কিন্তু তাঁরা উৎসবে সামিল হতে পারেন না। অথচ তাঁদেরও ইচ্ছা হয় দেবী দুর্গার আরাধনা করার।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাই ছৌ শিল্পীরা দুর্গাপুজোর আগেই অকাল দেবী বন্দনার আয়োজন করে থাকেন। চার দিন ধরে চলে পুজোপাঠ। তবে শুধু ছৌ শিল্পীরাই নয়, এই পুজোয় সমবেত হন এলাকার সমস্ত শ্রেণীর মানুষ। মহিলা ঢাকিদের ঢাকের লড়াই সহ চলে ছৌ নাচ সহ বিভিন্ন অনুষ্ঠান। উদ্যোক্তা অর্চিষ্মান পাল বলেন, “আমাদেরও দুর্গাপুজোয় আনন্দ করতে ইচ্ছা করে। কিন্তু পেশার তাগিদে অন্যদের আনন্দ দিতে হয়। নিজেরা আনন্দ করতে পারি না। তাই আমরা দুর্গাপুজোর আগের অষ্টমীতে দেবী যোগমায়ার পুজোর আয়োজন করি। দুর্গাপুজোর মতোই সমস্ত কিছু করা হয়। পুজোয় কোনও ব্রাহ্মণ পুজো করেন না। পুজো আমি করি। গত ৭বছর ধরে চলে আসছে এই পুজো। শুধু আমরাই নয় এই পুজোয় অংশ নেয় জাতি ধর্ম নির্বিশেষে এলাকার সকলেই।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।