জেলাস্তরে প্রথম হয় নবম শ্রেণীর ছাত্রী স্মিতা। এরপর কলকাতার কলা উৎসবে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রী স্মিতা মুখোপাধ্যায় স্যাক্সোফোন বাজিয়ে কলা উৎসবে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
জেলাস্তরে প্রথম হয় নবম শ্রেণীর ছাত্রী স্মিতা। এরপর কলকাতার কলা উৎসবে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার এই সাফল্যে খুশি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা। প্রধান শিক্ষিকা সুতপা বক্সী বলেন, “স্মিতার এই কৃতিত্বে আমরা খুব খুশি। ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি।” তার এই সাফল্যে খুশি প্রতিবেশীরাও।
আগামী ৩ ডিসেম্বর দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হবে দুর্গাপুর উৎসব। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। সেই উৎসবে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে স্মিতা। স্যাক্সোফোন সে তার বাবার কাছ থেকেই শিখেছে। এছাড়াও সে বাঁশি এবং গিটার বাজাতে পারদর্শী। একেবারে নিজের উৎসাহে এবং বাবার তালিমে পর পর সাফল্যের মুখ দেখছে স্মিতা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।