প্রেমিক কথা না শোনায় রাগে তিনি প্রেমিকের চোখে ইঞ্জেকশনের সূচ ফুটিয়ে দেন বলে অভিযোগ। এরপর তাঁকে ঘরে ফেলে পালিয়ে যান প্রেমিকা।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ ডিসেম্বর ২০২৩: প্রেমিক ঘন ঘন অন্য মেয়েদের দিকে তাকায়। বার বার বারণ করেও লাভ হয়নি। তাই প্রেমিকা রাগে প্রেমিকের চোখের মণিতে ইনজেকশনের সূচ ফুটিয়ে দিল! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায় (Florida)। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিকাকে।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রেমিক। জানা গিয়েছে, প্রেমিকার নাম স্যান্ড্রা জিমেনেজ। ৪৪ বছর বয়সের প্রেমিকের সঙ্গে থাকতেন তিনি। স্যান্ড্রার অভিযোগ, বার বার বলা সত্বেও প্রেমিক বিভিন্ন মহিলার দিকে তাকান।
প্রেমিক কথা না শোনায় রাগে তিনি প্রেমিকের চোখে ইঞ্জেকশনের সূচ ফুটিয়ে দেন বলে অভিযোগ। এরপর তাঁকে ঘরে ফেলে পালিয়ে যান স্যান্ড্রা। অভিযোগ অস্বীকার করে উল্টে স্যান্ড্রা জানিয়েছেন, নিজেই নিজের চোখে আঘাত করে তাঁকে দোষ দিচ্ছেন প্রেমিক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।