দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬মে ২০২৩: সিভিল সার্ভিস পরীক্ষার প্রয়োজনীয় ট্রেনিং বিনামূল্যে (Free civil service coaching) দেবে রাজ্য সরকার। সেজন্য জেলায় জেলায় কর্মরত IAS, IPS, WBCS ও WBPS অফিসারদের নিয়ে তৈরি করা হচ্ছে ১৫ জনের বিশেষ টিম। শনিবারের মধ্যে সেই তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। স্বভাবতই এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে উপকৃত হবে সিভিল সার্ভিসে সাফল্য পেতে আগ্রহী দুঃস্থ মেধাবীদের।
স্কুল-কলেজ থেকেই এ ব্যাপারে আগ্রহী পড়ুয়াদের কোচিংয়ের ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্কুল-কলেজেই হবে সিভিল সার্ভিসের কোচিং। কোচিং করাবেন IAS, IPS, WBCS ও WBPS অফিসাররা। ইতিমধ্যেই রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর স্টাডি সেন্টারের সাত পরীক্ষার্থী সদ্য প্রকাশিত ইউপিএসসির ফলাফলে সফল হয়েছেন। এবার একেবারে স্কুল, কলেজ থেকেই সিভিল সার্ভিসের জন্য মেধা চিহ্নিত করে কোচিং দেওয়া শুরু করবে রাজ্য সরকার। গরমের ছুটির পর স্কুল, কলেজ খুললেই শুরু হয়ে যাবে কোচিং।