রেলের কাউন্টারে মিলছে সিঙ্গাপুরের টিকিট

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ জুন ২০২৩: রেলওয়ে কাউন্টারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ শুনলেন আপনার পাশে একজন সিঙ্গাপুরের (Singapur) টিকিট চাইছেন। আপনি অবাক হতে পারেন। অথবা ভাবতে পারেন যিনি টিকিট চাইছেন তার মাথায় গোলমাল আছে। কিন্তু দুটি একটিও ঠিক নয়। ভারতীয় রেলের (Indian Railway) একটি স্টেশন আছে সিঙ্গাপুরের নামে। আপনি গুগল খুলে চেক করে নিতে পারেন। স্টেশনটি রয়েছে ওড়িশার রায়গাড়া জেলায়। (Pix: Facebook)