দুর্গাপুর দর্পণ, উলুবেড়িয়া, ১২ সেপ্টেম্বর ২০২৩: ক্লাস চলাকালীন ‘দুষ্টুমি’ করায় ছাত্রকে কান ধরে উঠবোস করিয়ে শাস্তি দেন ক্লাস টিচার। এই অপরাধে শিক্ষককেই মারধর করলেন অভিভাবকেরা। বাধা দিতে এলে সহ শিক্ষক দেরও মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, সোমবার দশম শ্রেণির ‘বি’ বিভাগের ইংরেজির ক্লাস চলছিল। ক্লাস নিচ্ছিলেন শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। অভিযোগ, ক্লাস চলাকালীন এক ছাত্র ক্লাসে গণ্ডগোল করতে থাকে। অন্য ছাত্ররা বিরক্ত হয়ে শিক্ষকের কাছে অভিযোগ জানায়। শাস্তি স্বরূপ শিক্ষক তাকে কান ধরে ওঠবোস করায়। এরপরই টিফিনের সময় ছাত্রটির আত্মীয়-সহ চারজন স্থানীয় বাসিন্দা শিক্ষক রুমে হঠাৎই চড়াও হয়। ইংরেজী শিক্ষককে বেধড়ক কিল, চড় এবং ঘুসি মারতে থাকে। বাধা দিতে এলে অন্য শিক্ষক শিক্ষিকাদের মারধর করা হয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপরই উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফুঁসছে শিক্ষক সহ প্রাক্তনিরা।