দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ সেপ্টেম্বর ২০২৩: দু’দিনের ফুটবল জ্বরে মাতল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের হরি বাজার এলাকা। ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে হরি বাজার সবুজ সংঘ ৯-১০ সেপ্টেম্বর এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। কয়েক হাজার দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেন। দুর্গাপুরের মোট ১৬ টি ফুটবল টিম এই প্রতিযোগিতায় যোগ দেয়। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ডঃ বি সি রায় পলিটেকনিক এর অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ সহ অন্যান্যরা। চ্যাম্পিয়ন হয় ফুলঝোড়ের প্রগতি সংঘ। ফাইনালে তারা ফুলঝোড় নেতাজি সংঘকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
প্রসঙ্গত, মহম্মদ আফতাবউদ্দিন এর নেতৃত্বে এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে গত ৩৮ বছর ধরে। স্থানীয় বাসিন্দারা এই প্রতিযোগিতা আয়োজনে বরাবর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ-ও। প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, ডঃ বি সি রায় পলিটেকনিক এর অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ, ওই কলেজের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শক্তি সরকার, ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের এনএসএস টিমের সঙ্গে যুক্ত ফ্যাকাল্টিরা, ডঃ বি সি রায় গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্যরা।
ফুটবল প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ছাড়াও, কলেজ কর্তৃপক্ষ শারদীয়া উৎসবের প্রাক্কালে স্থানীয় দুঃস্থ মহিলাদের মুখে হাসি ফোটাতে মোট ১২৫টি উন্নত মানের শাড়ি বিতরণ করেন। ডঃ বি সি রায় পলিটেকনিক এর অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষের নেতৃত্বে ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের এনএসএস টিমের সদস্যরা এই শাড়ি বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।