দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘আর কবে?’ অরিজিৎ সিং এর গান গেয়ে শিক্ষক দিবসে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রতিবাদ মিছিল শিক্ষক-শিক্ষিকাদের। আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের শপিংমলের সামনে থেকে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। যতদিন না দোষীদের শাস্তি হয়, ততদিন পর্যন্ত চিকিৎসকদের পাশে শিক্ষক-শিক্ষিকারাও রাস্তায় থাকবেন বলে জানান তাঁরা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুরের কয়েকশো শিক্ষক শিক্ষিকা পা মেলান প্রতিবাদ মিছিলে। শিক্ষিকা মিতা চৌধুরী, দেবযানী বসু বলেন, “এই নির্মম ঘটনা চরম আঘাত দিয়েছে সমাজের বুকে। দেরিতে বিচার কোনও বিচার নয়। দিন দিন দেরি হচ্ছে নানা কারণে। যাতে সঠিক এবং দ্রুত বিচার হয়, সেই দাবিতে শিক্ষক দিবসের দিনেই আমরা প্রতিবাদে নেমেছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।