এদিন তাঁর বাড়িতে চলছিল ক্যাটারিংয়ের রান্না। আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে পাশের গোডাউনে ধাক্কা খায়। ভেঙে পড়ে গোডাউনের ছাদ।
—————————————-
দেখুন ভিডিও
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ নভেম্বর ২০২৩: বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকা। ভেঙে পড়ল গোডাউনের ছাদ। গুরুতর আহত হলেন পাঁচজন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার সুকুমার নগরের এক ক্যাটারিং ব্যবসায়ীর বাড়িতে।
ওই ক্যাটারিং ব্যবসায়ীর নাম কমল সরকার। এদিন তাঁর বাড়িতে চলছিল ক্যাটারিংয়ের রান্না। আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে পাশের গোডাউনে ধাক্কা খায়। ভেঙে পড়ে গোডাউনের ছাদ। দুমড়ে মুচড়ে যায় গোডাউনের দরজা। ছড়িয়ে ছিটিয়ে যায় রান্নার সামগ্রী। বিস্ফোরণের জেরে ক্যাটারিং মালিক কমল সরকার সহ ঝলসে যান আরও চার কর্মী।
গুরুতর জখম রাঁধুনি শম্ভু পোদ্দার সহ পাঁচজনকেই দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় কোকআভেন থানার পুলিশ। ক্যাটারিং এর রান্নার সময়েই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে নাকি এর পিছনে কোনও অবৈধ কারবারের যোগ রয়েছে, খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।