You are currently viewing মণিপুরের আকাশে UFO, ধাওয়া করল যুদ্ধবিমান

মণিপুরের আকাশে UFO, ধাওয়া করল যুদ্ধবিমান

  • Post category:দেশ

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২১ নভেম্বর ২০২৩: মণিপুরের আকাশে UFO! রবিবার দুপুর আড়াইটা নাগাদ ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত পরিচয় উড়ন্ত যান দেখা গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। নাশকতার আশঙ্কায় বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ধাওয়া করে একটি রাফালে ফাইটার জেট।

তবে ফাইটারে থাকা সেন্সর তেমন কোনও বস্তুর উপস্থিতি টের পায়নি। পরে আরও একটি রাফালে ফাইটারকে পাঠানো হয়। সেটিও তেমন কিছুর খোঁজ পায়নি। শিলংয়ের বায়ুসেনার ইস্টার্ন কমান্ড সূত্রে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই এয়ার ডিফেন্স মেকানিজম সক্রিয় করে দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply