Durgapur NIT: মারধরের ভয় দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়, পড়ুয়াদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনআইটির ডিরেক্টরের

দুর্গাপুর, ২৯ এপ্রিল ২০২৪: রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) হস্টেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার সহপাঠীরা। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম অর্পণ ঘোষ (২২)। বাড়ি  হুগলির ব্যান্ডেলে।

চিকিৎসক ও ডিরেক্টরের চরম গাফিলতিতেই ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে দাবি করে ডিরেক্টরকে ঘিরে তুমুল বিক্ষোভ হয় পড়ুয়াদের। শেষ পর্যন্ত রাতে ইস্তফা দেন ডিরেক্টর অরবিন্দ চৌবে। অভিযোগ, কয়েক ঘন্টা ধরে ঘেরাও করে রাখা হয় ডিরেক্টরকে। তাঁকে টানা হ্যাঁচড়া করা হয় একাধিকবার। বার বার তাঁকে পদত্যাগ করতে বলা হয়। রাতে ছাত্ররা সাদা কাগজে পদত্যাগপত্র লিখে এনে জোর করে ডিরেক্টরকে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ডিরেক্টর জানান, সই না করলে ৩ হাজার পড়ুয়াকে এনে মারধর করা হবে, এমন হুমকি দেওয়া হয়। তাঁর ঘরের দরজা ভেঙে সিল ও স্ট্যাম্প এনে তা দিয়ে তাঁকে দিয়ে স্ট্যাম্প মারিয়ে নেওয়া হয় সাদা কাগজে লেখা ওই পদত্যাগপত্রে। এরপর রেজিস্ট্রারকে দিয়ে তাঁর ই-মেল আইডি থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে সেই পদত্যাগপত্র পাঠানো হয়। তাঁর ধারণা, এনআইটিতে অনুশাসন ফেরাতে তিনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তা হয়তো অনেকের পছন্দ হয়নি। সেই ক্ষোভ থেকেই এদিন তাঁকে এভাবে হেনস্থা করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt