দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট, ৭ জানুয়ারি ২০২৪: পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) মঙ্গলকোট ব্লকে এতদিন কোনও মেয়েদের মাদ্রাসা ছিল না। শনিবার থেকে সেই অভাব পূরণ হল। এদিন বিকালে নতুনহাটের বাইপাস এলাকায় মেয়েদের মাদ্রাসার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা জামিয়াতের সম্পাদক।
জানা গিয়েছে, কুল্লিয়া উম্মে হাবিবাহ মাদ্রাসায় আরবি মাধ্যমের মাওলানা ও হাফেজ পড়ানো হবে।পাশাপাশি বাংলা মাধ্যমের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হবে বলে জানান সভাপতি মজিবর রহমান। এই মাদ্রাসা চালু হওয়ায় খুশি এলাকার মেয়েরা। মাদ্রাসায় হস্টেল থাকবে। আবার বাইরে থেকে যাতায়াত করেও পড়াশোনা করতে পারবে ছাত্রীরা। নতুন মাদ্রাসা চালু হওয়ায় মেয়েদের বাইরে গিয়ে আর পড়াশোনা করতে হবে না ভেবে খুশি এলাকার মেয়েরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।