আচমকা এভাবে রাজ্যপালের দেখা ও সাক্ষাৎ পেয়ে ফল বিক্রেতা থেকে সাধারণ মানুষ খুব খুশি।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ ডিসেম্বর ২০২৩: রবিবার রাতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে দিল্লি যান। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এয়ারপোর্ট যাওয়ার পথে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) ভবনের সামনে সাধারণ মানুষের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে যান।
রাজ্যপাল কথা বলেন ফল বিক্রেতাদের সঙ্গে। ফলের বাজার দর সম্পর্কে খোঁজ নেন। ফল বিক্রেতাদের পরিবারের খোঁজ নেন। ফল বিক্রেতাদের মিষ্টি খাওয়ান। পাশের একটি দোকানে বসে চা খান। এরপর এয়ারপোর্টের দিকে রওনা দেন।
আচমকা এভাবে রাজ্যপালের দেখা ও সাক্ষাৎ পেয়ে ফল বিক্রেতা থেকে সাধারণ মানুষ খুব খুশি। অনেকেই পুরো সময় মোবাইলের ভিডিওতে ধরে রাখেন। কার্যত রাজ্যপালকে কাছে পেয়ে অবাক সিটি সেন্টারের ফল বিক্রেতা থেকে সাধারণ মানুষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।