ওই যুবক এক নাবালিকাকে বিয়ে করার জন্য নিয়ে আসে। বাড়িতে নাবালিকাকে নিয়ে আসা মাত্র বিয়েতে আপত্তি করে ছেলের পরিবার।
——————————————-
দেখুন ভিডিও
সনাতন গরাই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ নভেম্বর ২০২৩: ছেলে বিয়ে করবে বলে পছন্দ করে পাত্রী নিয়ে এসেছিল বাড়িতে। কিন্তু বাড়ির লোকজন পাত্রীর বয়স জানতেই বেঁকে বসেন। সাফ জানিয়ে দেন, নাবালিকা বিয়ে তাঁরা কিছুতেই মনে নেবেন না। তাঁরাই খবর দেন চাইল্ড লাইনে। ভেস্তে যায় বিয়ে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার আড়া কালিনগর মাঝপাড়া এলাকায়। জানা গিয়েছে, বছর ১৮ এর রাজা হাঁসদা বীরভূমের (Birbhum) কানপুর অন্দুলি থেকে এক নাবালিকাকে বিয়ে করার জন্য নিয়ে আসে। বাড়িতে নাবালিকাকে নিয়ে আসা মাত্র বিয়েতে আপত্তি করে ছেলের পরিবার।
এরপর খবর দেওয়া হয় চাইল্ড লাইনে। রাতে স্থানীয় পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ছেলের বাড়িতে পৌঁছে যায় চাইল্ড লাইন। নাবালিকাকে উদ্ধার করে করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় চাইল্ড লাইন ফিরিয়ে দেয় তার বাড়িতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।