খাবারের খোঁজে জলে নেমে জালে আটকে পড়ল বিশাল অজগর

রবিবার সকালে জাল তুলতে গিয়ে স্থানীয়রা দেখেন, জালের মধ্যে একটি বিশাল অজগর সাপ আটকে গিয়ে ছটফট করছে। 

—————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ অক্টোবর ২০২৩: খাবারের খোঁজে জলে নেমে জালে আটকে পড়ল বিশাল এক অজগর সাপ। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা থানার তেলিপাড়া এলাকার ঘটনা। বনদফতরের কর্মীরা পৌঁছে জাল থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন। সুস্থ অবস্থাতেই সাপটিকে উদ্ধার করা গিয়েছে বলে জানান তাঁরা।

জানা গিয়েছে, মাছ ধরার জন্য জাল ফেলে রাখা হয়েছিল পুকুরে। রবিবার সকালে জাল তুলতে গিয়ে স্থানীয়রা দেখেন, জালের মধ্যে একটি বিশাল অজগর সাপ আটকে গিয়ে ছটফট করছে। জাল সহ সাপটিকে পাড়ে তুলে খবর দেওয়া হয় বন দফতরে। এরপরেই বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন- হাই টেনশন লাইনে লেগে ঝলসে গেলেন ২ রাজমিস্ত্রি

সাপ দেখতে ভীড় জমে যায় এলাকাবাসীর। সম্ভবত, খাবারের সন্ধানে জলে নেমে মাছ ধরার জালে আটকে সেটি আটকে যায় বলে জানান বন কর্মীরা। সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেলিপাড়া এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt