মন্দিরের প্রণামী বাক্স পড়ে ছিল প্রায় ৩০ মিটার দূরে। সেই বাক্স থেকে সমস্ত টাকা পয়সা বের করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ জানুয়ারি ২০২৪: সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড়ের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুরোহিত মন্দিরে এসে দেখেন, মন্দিরের দরজার তালা ভাঙা। নেই প্রণামী বাক্স। উধাও প্রতিমার গলায় এবং কানে থাকা সোনার গয়না।
ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকা জুড়ে। মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী বলেন, মন্দিরের প্রণামী বাক্স পড়ে ছিল প্রায় ৩০ মিটার দূরে। সেই বাক্স থেকে সমস্ত টাকা পয়সা বের করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।