দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ ডিসেম্বর ২০২৩: নিলামের (IPL Auction 2024) দিনেই বোলারদের জন্য বড় সুবিধা নিয়ে এল এবারের আইপিএল (IPL)। বাড়ল ব্যাটারদের সমস্যা। এবার এক ওভারে দুটি করে বাউন্সার দিতে পারবেন বোলাররা। এর ফলে ব্যাট-বলের লড়াই আরও জমবে বলে মনে করা হচ্ছে।
এতদিন আইপিএলের নিয়ম অনুযায়ী, এক ওভারে একটিমাত্র বাউন্সার দিতে পারতেন বোলাররা। তার পর বাউন্সার হলে সেটি ওয়াইড হিসাবে বিবেচিত হতো। কিন্তু এবার থেকে ওভারে দুটো পর্যন্ত বাউন্সার দিতে পারবেন বোলাররা। ইতিমধ্যেই এই নিয়ম চালু করা হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। স্বভাবতই বোলাররা খুশি নতুন নিয়মে। অন্যদিকে, বিশেষ করে শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে যে সব ব্যাটারের তাঁদের জন্য নতুন নিয়ম দুশ্চিন্তা বয়ে আনবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।