দুর্গাপুর দর্পণ, আদ্রা, ২২ জুন ২০২৩: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election) আগে পুরুলিয়ার (Purulia) রেল শহর আদ্রায় (Adra) গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন তৃণমূল (TMC) নেতা আদ্রা টাউন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে। সন্ধ্যেয় তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর নিরাপত্তা রক্ষী তন্ময় পালও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আদ্রার পাণ্ডে মার্কেটের কাছে দলীয় কার্যালয়ে বসেছিলেন ধনঞ্জয়। আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তিনি লুটিয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন নিরাপত্তা রক্ষী তন্ময়। পুলিশ জানিয়েছে, পাঁচটি গুলি লাগে ধনঞ্জয়ের শরীরে। খুনের ঘটনায় উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে পুলিশ এেখনও কিছু জানাতে পারেনি।