September 26, 2023

বিহারপুরে অঞ্চল তৃণমূল সভাপতির গাড়ি জ্বালিয়ে দিল কারা?

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৮ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election 2023) ফের অশান্ত পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসা। আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের বিহারপুরে অঞ্চল তৃণমূল সভাপতি তারক বাউড়ির গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার সিপিএমের।

দেখুন সেই ভিডিও

তারক বাউরির অভিযোগ, দুপুরে আচমকা দুষ্কৃতীরা বিহারপুরের বুথে হামলা চালায়। এরপরেই তাঁর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তৃণমূলের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গোটা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সিপিএমের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি গাড়ি চড়ে এসেছিলেন ভোট লুঠ করতে। সাধারণ মানুষ স্বতস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলেন। দমকল এসে আগুন নেভায়। তারক বলেন, সম্পূর্ণ মিথ্যা কথা। কেন্দ্রীয় বাহিনী দিয়েই এখানে ভোট হচ্ছে। ভোট কেমন হচ্ছে সেটাই দেখতে এসেছিলাম। কিন্তু সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা মিথ্যা অভিযোগ তুলে আমার গাড়ি চালিয়ে দেয়।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: