দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা ও দুর্গাপুর ২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বেনাচিতি সংলগ্ন হিন্দি ভারতীয় হাইস্কুলে সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন, চকলেট এবং ফুলের তোড়া তুলে দিয়ে তাদের সাফল্য কামনা করা হয়।
প্রতি বছর এই কর্মসূচীর আয়োজন করা হয় বলে জানান দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অজয় দেবনাথ। তিনি জানান, প্রতিটি স্কুলেই এই কর্মসূচীর আয়োজন করা হয়। প্রতিটি ব্লকের সভাপতিরা উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে। প্রায় ৪০০ জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানানো হয় এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।