বজ্রাঘাতে জোড়া হাতির মৃত্যু ডুয়ার্সে

দুর্গাপুর দর্পণ, জলপাইগুড়ি, ২১ জুন ২০২৩: বাজ পড়ে ডুয়ার্সে (Dooars) মৃত্যু হল জোড়া হাতির (Elephants)। বানারহাটের বামনডাঙ্গার ঘটনা। বুধবার সকালে চা বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার সময় নদীর ধারে হাতি দুটির দেহ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। মঙ্গলবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় এলাকায়। তখনই হাতি দুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে গিয়ে দেহ দুটির ময়নাতদন্ত করা হবে। হাতি দুটির মধ্যে একটি পূর্ণ বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক।