দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ জুলাই ২০২৪: রিজার্ভারের কাজ করতে নিচে নেমেছিল রাজমিস্ত্রির জোগাড়ে। অসুস্থ হয়ে পড়েছে দেখে তাকে বাঁচাতে নামে রাজমিস্ত্রি। সেও অসুস্থ হয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরের ঘটনা।
বাড়ির মালিক সঞ্জীব চট্টোপাধ্যায় বছর তিনেক আগে করোনায় মারা যান। বাড়ি ফাঁকা পড়ে ছিল। জলের রিজার্ভার লিক হয়ে গিয়েছিল। তাই প্রতিবেশী কাঞ্চন লায়েক একজন রাজমিস্ত্রিকে মেরামতির দায়িত্ব দেন। মুর্শিদাবাদের বাসিন্দা রাজমিস্ত্রি হুমায়ুন শেখ (৫০) ঢালাই দিয়ে বাড়ি চলে যায়। বুধবার ফিরে এসে ঢালাইয়ের পাটা খোলার জন্য জোগাড়ে মালদহের দেওনাপুরের বাবলু শেখকে (২৭) নামায় নিচে। তাকে উদ্ধার করতে নিচে নামে হুমায়ুন। কাঞ্চন লায়েক জানান, সে-ও অসুস্থ হয়ে পড়েছে দেখে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় বিধাননগরের মিশন হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা সাগর গড়াই বলেন, সকাল ৮টা ১০ নাগাদ ঘটনাটি ঘটে। তিন জন ছিল। একজন সুস্থ অবস্থায় বেরিয়ে আসে। কিন্তু বাকি দুই জন নিচে রয়ে যায়। সেই দুই জনের মৃত্যু হয়েছে। সম্ভবত নিচে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।