You are currently viewing হনুমানের আক্রমণে নাজেহাল পুরো গ্রাম

হনুমানের আক্রমণে নাজেহাল পুরো গ্রাম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ নভেম্বর ২০২৩: হনুমানের আক্রমণে জখম কয়েকজন। কার্যত গৃহবন্দী বাসিন্দারা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি এলাকার ঘটনা। কয়েক দিন ধরেই হনুমানটি তান্ডব চালাচ্ছে। সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ছে পথ চলতি মানুষের উপর।

দেখুন ভিডিও

কখনও আবার বাড়িতে ঢুকেও হামলা চালাচ্ছে। কয়েকজনকে আঁচড়ে দিয়েছে। আতঙ্কের পরিবেশ এলাকায়। প্রৌঢ়া অঞ্জলি গোস্বামীর অভিযোগ, তাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না। তাঁর ভাই হনুমানের আক্রমণে জখম হয়েছেন। খবর দেওয়া হয়েছে বন বিভাগের উখড়া কার্যালয়ে। হনুমানটি খাঁচা বন্দি করার চেষ্টায় রয়েছেন বন দফতরের কর্মীরা, জানিয়েছেন বিট অফিসার জগন্নাথ মন্ডল। এলাকা জুড়ে সচেতনতা চালানো হচ্ছে বলেও জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply