You are currently viewing গ্রামের নাম যদি হয় Fucking! গ্রামবাসীদের নিয়ে ট্রোল তো হবেই!

গ্রামের নাম যদি হয় Fucking! গ্রামবাসীদের নিয়ে ট্রোল তো হবেই!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৩: গ্রামের নাম যদি হয় Fucking! হ্যাঁ, ঠিক তাই। যার অর্থ যৌন মিলন। গ্রামের এমন নাম। তাই সেই গ্রামের বাসিন্দাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলেরও শেষ নেই। গ্রামবাসীদের ডাকা হয় ‘ফাকিংগার্স’ নামে। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলেছে। বলা হয়ে থাকে, ১০৭০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত গ্রামটির নামকরণ করা হয় স্থানীয় এক ব্যক্তি অ্যাডালপার্ট ভন ভাকিংজেনের নামানুসারে। সেই ভাকিং কবে কবে ফাকিং হয়ে গিয়েছে কেউ টেরই পাননি!

অস্ট্রিয়ার (Austria) এই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পরিস্থিতি সয়েছেন। রাজধানী ভিয়েনা থেকে ২৬০ কিমি দূরত্বে অবস্থিত গ্রামটির বাসিন্দারা শেষ পর্যন্ত গ্রামের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ২০২১ সালের ১ জানুয়ারি থেকে গ্রামের নাম বদলে করা হয় Fugging ।  ধীরে ধীরে গ্রামের নতুন নাম পুরনো নাম ভুলিয়ে দেবে বলে আশাবাদী গ্রামবাসীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply