দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ সেপ্টেম্বর ২০২৩: বাড়ির অ্যাকোয়ারিয়ামে ডিম ফুটে বেরল ২৫ টি সাপের বাচ্চা! পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুরের সোমনাথ দাস অধিকারীর বাড়িতে। তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে জীববৈচিত্র্য বজায় রাখা জরুরি। তাই সাপের বংশবিস্তারও জরুরি। তাই এই উদ্যোগ নিয়েছেন তিনি। সাপের বাচ্চাগুলিকে বাগুই নদীতে ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।
তিনি জানান, সপ্তাহ দু’য়েক আগে পিংলা থানার সাউগেড়িয়া গ্রামে সাপ ধরতে গিয়ে সাপের ডিমগুলি উদ্ধার করেন পরিবেশকর্মী অনুপ মণ্ডল। বালির মধ্যে রেখে কৌটোর মধ্যে রেখে দেন ডিমগুলি। তিনি ডিমগুলি নিয়ে পৌঁছে যান জীব বৈচিত্র্য সমিতির সভাপতি সোমনাথবাবুর বাড়িতে। সাপের ডিমগুলিকে সোমনাথবাবু অ্যাকোয়ারিয়ামে রেখে দেন। সেই ডিম ফুটেই ২৫ টি কেউটে সাপের বাচ্চা বেরিয়ে এসেছে। বাকি ডিম থেকেও বাচ্চা বের হবে বলে আশা করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।