দুর্গাপুর, ১৭ এপ্রিল ২০২৪: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন মাঠে বর্ধমান-দুর্গাপুরের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, কাউকে হাসপাতালে ভর্তি করা হলে ৭২ ঘণ্টা সময় চাওয়া হয় বিভিন্ন পরীক্ষার জন্য। ৭২ ঘন্টা পর জানানো হয় শারীরিক অবস্থার অবনতি ঘটছে। আস্তে আস্তে সব অর্গান ফেল করে যাচ্ছে। সেরকমই মমতা ব্যানার্জির মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি বলেন, উর্দি পড়া অবস্থায় পুলিশকে মার খেতে হচ্ছে কারণ দিনের আলোয় রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করছে। তৃণমূলের নেতাদের সাথে জড়িয়ে রয়েছে বিএলআরও আর পুলিশের সম্পর্ক। সবার ডিএ এর প্রয়োজন হয়। কিন্তু পুলিশ ও বিএলআরওদের ডিএ এর প্রয়োজন হয় না! সাবধান হয়ে যান। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, কর্মসংস্থানের বদলে ভগবান আর ভাতাকে সামনে রেখে ভোটে নেমেছে বিজেপি।
সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়, কংগ্রেসের জেলা সভানেত্রী মেঘনা মান্না সহ কয়েকশো বাম এবং কংগ্রেস কর্মী সমর্থক। মীনাক্ষী বলেন, দুর্গাপুরের মানুষ, পশ্চিম বর্ধমানের মানুষ তৈরি আছে, অপদার্থ কোনও মানুষকে আর লোকসভায় পাঠাবে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।