দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসা ব্লকের নির্বাচনী দফতরের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানে গিয়েছিলেন। সেখানে আরও অনেকের সঙ্গে তাঁর বিরুদ্ধেও পুলিশের উপরে হামলা করার অভিযোগ দায়ের হয় হাওড়া থানায়। হাওড়া থানার পুলিশ কাঁকসা থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সোমবার আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কাঁকসায় ফিরে এসে তিনি দাবি করেন, যত জোর করে আন্দোলন বন্ধ করার চেষ্টা হবে তত তাঁরা আরও শক্তিশালী হবেন। কোনও ভাবেই তিনি থেমে থাকবেন না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। অতীতেও যেভাবে আন্দোলন করেছেন রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে, আগামী দিনেও একইভাবে অন্যায়ের প্রতিবাদ তিনি করবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।