দুর্গাপুর দর্পণ, অন্ডাল: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে ৬ রাউন্ড গুলি সহ রিভলবার উদ্ধার হয়েছে দুই যাত্রীর কাছ থেকে। ব্যাগ স্ক্যান করার সময় বিষয়টি ধরা পড়ে। বীরভূমের সিউড়ি থেকে মুম্বইয়ের বিমান ধরার জন্য এসেছিলেন ওই দুই যাত্রী। বিমানবন্দরের ভিতরে ঢোকার মুখে ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহ হয় পুলিশের। ব্যাগ পরীক্ষা করে পুলিশ রিভলভার ও গুলি পায়। তাদের গ্রেফতার করে অন্ডাল থানায় নিয়ে যায় পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এদিন সকালে মুম্বই যাওয়ার বিমান ধরতে বীরভূমের সিউড়ি থেকে বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মহম্মদ ইকবাল নামের দুই যাত্রী। বিমান বন্দরের ভিতর জিনিস পত্র পরীক্ষা করার সময় তাদের সাথে থাকা একটি লাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে। অভিযুক্তদের থানায় নিয়ে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।