দুর্গাপুর: কিলোমিটার প্রতি তেলের বরাদ্দ বাড়ানোর দাবিতে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার রিফিলিং প্ল্যান্টের ট্রাক বন্ধ রেখেছেন চালকরা। এর জেরে পুজোর মুখে জ্বালানি গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের ৭টি জেলায় রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয় ওই প্ল্যান্ট থেকে। সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন আইএনটিটিইউসি নেতৃত্ব। বিজেপির দাবি, ভাগ বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত তৃণমূল। এসব দেখার সময় নেই।
দুর্গাপুরের লেনিন সরণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট থেকে জ্বালানি গ্যাস সরবরাহের জন্য ট্যাঙ্কারের সঙ্গে রয়েছে ২৫০ টি ট্রাক। চালকদের সঙ্গে ট্রাক মালিকদের চুক্তি মোতাবেক ৩ কিলোমিটার সাড়ে ৬৫০ মিটারের জন্য এক লিটার ডিজেলের টাকা বরাদ্দ করা হয়। কয়েক মাস ধরে চালকরা দাবি জানাচ্ছেন,৩ কিলোমিটার ৫০০ মিটারের জন্য এক লিটার ডিজেলের টাকা দেওয়া হোক। ট্রাক মালিকরা চালকদের দাবি না মানায় ৩৩টি গ্যাস ট্যাঙ্কার বন্ধ করে দেয় চালকরা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ট্রাক মালিক তপন কুমার সাহার দাবি, চুক্তির সময় আইএনটিটিইউসি নেতৃত্ব সাক্ষর করেছিলেন। এখন ট্যাঙ্কার বন্ধ করে দেওয়ার বিষয়ে জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ করছেন না। এর জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। অন্যদিকে, ট্রাক চালক সুমিত লায়েক বলেন,” চুক্তি হয়েছিল ঠিকই। কিন্তু ট্রাকে বেশি গ্যাস সিলিন্ডার চাপানোর জন্য ট্রাকের উপর চাপ বাড়ছে, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। তাই তেলের বরাদ্দ বৃদ্ধির কথা বলা হয়েছে। দাবি না মানা হলে ট্রাক চালানো সম্ভব নয়।”
জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ” সবটাই তৃণমূলের অন্দরে কাটমানি নিয়ে দ্বন্দ্ব। শ্রমিকরা সমকাজে সমবেতন না পেয়ে প্রতিবাদ করছেন। আর শ্রমিকের সমস্যা সমাধান করতে ব্যর্থ শাসক দলের শ্রমিক সংগঠন।” দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আইএনটিটিইউসি ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন তাঁদের উপর নজর রয়েছে আমাদের। আমাদের জেলা সভাপতিও বিষয়টি দেখছেন। দ্রুত সমস্যার যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করা হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।