দুর্গাপুর: “নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” ঝাড়খন্ডে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নেমে এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে প্রথম থেকে আমরা ছিলাম। কিন্তু যেদিন ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সন্ধি করল, সেদিন থেকে আমরা আর নেই ওদের সাথে।” ঝাড়খন্ডে দলীয় প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়া উপলক্ষে জনসভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে সুষ্ঠ নর্বাচন হলে হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না। গত নিবার্চনে অন্তত ৪টি কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।